ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮১
ওযুতে একবার, দুইবার বা তিনবার করে ধোয়া
(৮১) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ)(ওযুর অঙ্গগুলোতে) দুইবার দুইবার করে (পানি ব্যবহার করে) ওযু করেছেন। (বুখারি)।
عن عبد الله بن زيد رضي الله عنه: أن النبي صلى الله عليه وسلم توضأ مرتين مرتين.
