ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৩
পৃথকভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া
(৮৩) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একই হাতের পানি দিয়ে কুলি করেছেন এবং নাক পরিষ্কার করেছেন । (বুখারি ও মুসলিম)।
عن عبد الله بن زيد رضي الله عنه مرفوعا بلفظ: فمضمض واستنشق من كف واحد
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবত এর উদ্দেশ্য ছিল এভাবে একবার হাতে পানি নিয়ে কিছু পানি দিয়ে কুলি করা ও বাকি পানি দিয়ে নাক ধোয়া জায়িয তা শেখানো । অথবা এ হাদীসের অর্থ হল, কুলি করা ও নাক পরিষ্কার করার জন্য তিনি একহাতে পানি নিতেন । মুখ ধোয়ার সময় যেমন দুইহাতে পানি নিতেন কুলি করা ও নাক ধোয়ার সময় সেভাবে পানি নিতেন না। আল্লাহই ভালো জানেন।
