ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৪
ওযুর সময় দাড়ি খিলাল করা
(৮৪) উসমান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দাড়ি খিলাল করতেন (দাড়ির মধ্যে আঙুল দিয়ে নাড়াতেন, যেন ভেতরে পানি প্রবেশ করে) ।
عن عثمان بن عفان رضي الله عنه أ ن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته
