ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পৃথকভাবে কুলি করা ও নাকে পানি দেওয়া
(৮২) শাকীক ইবন সালামাহ নামক তাবিয়ি বলেন, আমি আলী ইবন আবী তালিব ও উসমান ইবন আফফান রা.কে দেখেছি, তারা তিনবার তিনবার করে (ওযুর অঙ্গগুলো ধৌত করে) ওযু করেছেন এবং পৃথকভাবে কুলি করেছেন ও নাক পরিষ্কার করেছেন। (অর্থাৎ প্রথমে তিনবার কুলি করেছেন এরপর পৃথকভাবে তিনবার নাক পরিষ্কার করেছেন।) এরপর বলেছেন, আমরা এভাবেই রাসূলুল্লাহ (ﷺ) কে ওযু করতে দেখেছি।
كتاب الطهارة
عن شقيق قال: شهدت على علي بن أبي طالب وعثمان بن عفان رضي الله عنهما توضا ثلاثا ثلاثا وأفردا المضمضة من الإستنشاق ثم قالا: هكذا رأينا رسول الله صلى الله عليه وسلم توضأ.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবনুস সাকান তার 'সহীহ' গ্রন্থে হাদীসটি সঙ্কলন করেছেন।* হাফিয ইবন হাজার আসকালানির বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, হাদীসটি সহীহ)। [মাকদিসি, আল আহাদীসুল মুখতারাহ, হাদীস-৩৪৭; ইবন জা'দ, আল মুসনাদ, হাদীস-৩৪০৬ ও ৩৪০৭; বাগাবি, শারহুস সুন্নাহ ১/৪৩৬-৪৩৭; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ১/২৬২]
* আল্লামা মাকদিসি ‘আল আহাদীস আল মুখতারাহ' গ্রন্থেও হাদীসটি সঙ্কলন করেছেন এবং সনদ হাসান বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
* আল্লামা মাকদিসি ‘আল আহাদীস আল মুখতারাহ' গ্রন্থেও হাদীসটি সঙ্কলন করেছেন এবং সনদ হাসান বলে উল্লেখ করেছেন। (অনুবাদক)
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, উপরে উল্লিখিত ইবন আবী মুলাইকার হাদীসও পৃথকভাবে কুলি করা ও নাক পরিষ্কার করার কথাই প্রমাণ করে ।