ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭২
ওযুতে 'বিসমিল্লাহ' বলা
(৭২) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তুমি যখন ওযু করবে তখন বলবে 'বিসমিল্লাহ ওয়াল হামদু লিল্লাহ' (আল্লাহর নামে ও প্রশংসা আল্লাহর নিমিত্ত); তাহলে তোমার সংরক্ষণকারী ফিরিশতাগণ উক্ত ওযু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সাওয়াব লিখতে থাকবেন।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا توضأت فقل: بسم الله والحمد لله فإن حفظتك لاتستريح تكتب لك الحسنات حتّى تحدث من ذلك الوضوء.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান