ফিকহুস সুনান ওয়াল আসার

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৭২
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযুতে 'বিসমিল্লাহ' বলা
(৭২) আবু হুরাইরা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, তুমি যখন ওযু করবে তখন বলবে 'বিসমিল্লাহ ওয়াল হামদু লিল্লাহ' (আল্লাহর নামে ও প্রশংসা আল্লাহর নিমিত্ত); তাহলে তোমার সংরক্ষণকারী ফিরিশতাগণ উক্ত ওযু নষ্ট না হওয়া পর্যন্ত অবিরত তোমার জন্য সাওয়াব লিখতে থাকবেন।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا توضأت فقل: بسم الله والحمد لله فإن حفظتك لاتستريح تكتب لك الحسنات حتّى تحدث من ذلك الوضوء.

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি তাবারানি হাসান সনদে সঙ্কলিত করেছেন)। [তাবারানি, আল মু'জামুস সাগীর, হাদীস-১৯৬; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১১১২)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা বুঝা যায় যে, কোন ব্যক্তি যদি উযূকালে বিসমিল্লাহ ও আল্-হামদুলিল্লাহ্ পাঠ করে এবং ঐ উযূ যতক্ষণ থাকবে ততক্ষণ তার আমলনামায় অব্যাহতভাবেই আমল লেখক ফিরিশতা সাওয়াব লিখতে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান