ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭১
অপূর্ণ ওযুর ভয়াবহতা
(৭১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একব্যক্তিকে দেখেন যে, (ওযুর সময়) সে তার পায়ের গোড়ালি দুইটি ধৌত করে নি । তখন তিনি বলেন, গোড়ালিগুলোর জন্য জাহান্নামের শাস্তির ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا لم يغسل عقبيه فقال: ويل للأعقاب من النّار
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান