ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৭০
ওযু পালনে উৎসাহ প্রদান
(৭০) উসমান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ওযু করে এবং সুন্দর ও পরিপূর্ণরূপে ওযু করে তাহলে তার পাপসমূহ তার দেহ থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায়। (মুসলিম) ।
عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান