ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৬৮
পবিত্রতা ছাড়া সালাত নেই
(৬৮) ইবন উমার রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, পবিত্রতা ছাড়া কোনো সালাত কবুল করা হয় না। (মুসলিম)।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: لا تقبل صلاة بغير

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৬৯
পবিত্রতা ছাড়া সালাত নেই
(৬৯) আবু হুরাইরা রা. মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ বায়ু ইত্যাদির মাধ্যমে ওযু নষ্ট করে ফেলে তখন পুনরায় ওযু না করা পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه عن محمد رسول الله صلى الله عليه وسلم: لا تقبل صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ.

তাহকীক:
তাহকীক চলমান