ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৭০
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ওযু পালনে উৎসাহ প্রদান
(৭০) উসমান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ওযু করে এবং সুন্দর ও পরিপূর্ণরূপে ওযু করে তাহলে তার পাপসমূহ তার দেহ থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচ থেকেও বের হয়ে যায়। (মুসলিম) ।
كتاب الطهارة
عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-২৪৫; মুসনাদ আহমাদ, হাদীস-৪৭৬]
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসের মর্ম হচ্ছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ প্রদর্শিত সুন্নাত পদ্ধতি অনুযায়ী আভ্যন্তরীণ পবিত্রতা অর্জনের লক্ষ্যে উত্তমরূপে উযূ করে-এতে কেবল তার উযূর অঙ্গ-প্রত্যঙ্গ সমূহের ময়লা ও অপবিত্রতাই দূরীভূত হয়না বরং এর বরকতে তার সমগ্র দেহ থেকে গুনাহের অপবিত্রতা ও ময়লা বিদূরিত হয়ে যায় এবং উযূকারী কেবল উযূবিহীন অবস্থা থেকেই নয় বরং গুনাহ্ থেকেও পবিত্র হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)