ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬৯
পবিত্রতা ছাড়া সালাত নেই
(৬৯) আবু হুরাইরা রা. মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ বায়ু ইত্যাদির মাধ্যমে ওযু নষ্ট করে ফেলে তখন পুনরায় ওযু না করা পর্যন্ত তার সালাত কবুল করা হবে না। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه عن محمد رسول الله صلى الله عليه وسلم: لا تقبل صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ.
