ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ৭৩
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
প্রত্যেক ওযু ও সালাতের সময় মিসওয়াক করা
(৭৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টসাধ্য হবে বলে মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করার জন্য নির্দেশ প্রদান করতাম।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال: لولا أن أشق على أمتي لأمرتهم بالسواك مع كل وضوء.
তাহকীক:
হাদীস নং: ৭৪
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
প্রত্যেক ওযু ও সালাতের সময় মিসওয়াক করা
(৭৪) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আমি আমার উম্মাতের জন্য কষ্টসাধ্য হবে বলে মনে না করতাম, তাহলে তাদেরকে প্রত্যেক সালাতের সময় ওযু করতে এবং প্রত্যেক ওযুর সাথে মিসওয়াক করতে নির্দেশ প্রদান করতাম।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: لولا أن أشق على أمتي لأمرتهم عند كل صلاة بوضوء ومع كل وضوء بسواك.
তাহকীক:
হাদীস নং: ৭৫
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
প্রত্যেক ওযু ও সালাতের সময় মিসওয়াক করা
(৭৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি আমি আমার উম্মাতের জন্য বা লোকদের (অথবা মুমিনদের) জন্য কষ্টসাধ্য হবে বলে মনে না করতাম, প্রত্যেক সালাতের সাথে মিসওয়াক করার জন্য নির্দেশ প্রদান করতাম।
كتاب الطهارة
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لولا أن أشق على أمتي أو على الناس (المؤمنين) لأمرتهم بالسواك مع (عند) كل صلاة
তাহকীক: