ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
হাদীস নং: ১০
- সামগ্রিক মূলনীতিসমূহ
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১০) ইবন আমর রা. থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাত ৭৩ ‘ফিরকা' বা ধর্মীয় উপদল বা গোষ্ঠীতে বিভক্ত হবে, তন্মধ্যে একটিমাত্র দল ব্যতীত সকলেই জাহান্নামে প্রবেশ করবে । সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই মুক্তিপ্রাপ্ত দলটি কারা? তিনি বলেন, যে কর্ম ও মতের উপর আমি ও আমার সাহাবিগণ রয়েছি (সেই কর্ম ও মতের অনুসারীগণ)।
كتاب الجامع
عن ابن عمرو مرفوعا: تفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي
তাহকীক:
হাদীস নং: ১১
- সামগ্রিক মূলনীতিসমূহ
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১১) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা (সাহাবিগণের) হুবহু অনুসরণ করবে, উদ্ভাবন করবে না। কারণ তোমাদের দায়িত্ব অন্যেরা পালন করে গিয়েছেন। (দ্বীন পালনের জন্য নতুন কোনো পদ্ধতি উদ্ভাবনের কোনো প্রয়োজন তোমাদের নেই; কারণ দ্বীন শিক্ষা দেওয়া ও পালনের সকল দায়িত্ব রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবিগণ পুরোপুরি আদায় করে গিয়েছেন। তোমাদের দায়িত্ব হল হুবহু তাঁদের অনুকরণ ও অনুসরণ করা )।
كتاب الجامع
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إتّبعوا ولا تبتدعوا فقد كفيتم
তাহকীক:
হাদীস নং: ১২
- সামগ্রিক মূলনীতিসমূহ
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১২) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. আরো বলেছেন, যতদিন পর্যন্ত মানুষেরা বড়দের থেকে ইলম গ্রহণ করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। যখন তারা ছোটদের থেকে এবং খারাপ মানুষদের থেকে ইলম গ্রহণ করবে তখন তারা ধ্বংসগ্রস্ত হবে।
كتاب الجامع
عن ابن مسعود رضي الله عنه قال: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا.
তাহকীক: