ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ১২
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১২) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. আরো বলেছেন, যতদিন পর্যন্ত মানুষেরা বড়দের থেকে ইলম গ্রহণ করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। যখন তারা ছোটদের থেকে এবং খারাপ মানুষদের থেকে ইলম গ্রহণ করবে তখন তারা ধ্বংসগ্রস্ত হবে।
عن ابن مسعود رضي الله عنه قال: لا يزال الناس بخير ما أخذوا العلم عن أكابرهم فإذا أخذوه عن أصاغرهم وشرارهم هلكوا.

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার টীকায় বলেন, ইবন আব্দুল বারর উল্লেখ করেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারাক এই কথার ব্যাখ্যায় বলেছেন, ছোট বলতে আহলুল বিদআহ অর্থাৎ সুন্নাতবিরোধী ও বিদআতপন্থিদেরকে বোঝানো হয়েছে । বয়সের কমবেশি বোঝানো হয় নি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান