ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ৯
- সামগ্রিক মূলনীতিসমূহ
ইজমা' বা ঐকমত্য
(৯) আনাস ইবন মালিক রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, নিশ্চয় আমার উম্মাত বিভ্রান্তির উপর একমত হবে না। অতএব তোমরা যদি মতভেদ দেখতে পাও, তাহলে তোমরা বৃহত্তম গোষ্ঠীর অনুসরণ করবে।
كتاب الجامع
عن أنس بن مالك رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أمتي لا تجتمع على ضلالة فإذا رأيتم اختلافا فعليكم بالسواد الأعظم
তাহকীক: