ফিকহুস সুনান ওয়াল আসার
فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)
১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৭
খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত
(৭) ইরবাদ ইবন সারিয়াহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সুন্নত এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত অনুসরণ করবে। সুদৃঢ়ভাবে তা ধারণ করবে এবং দাঁত দিয়ে তা কামড়ে ধরে থাকবে। (আবু দাউদ। ইমাম তিরমিযি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।
عن العرباض بن سارية رضي الله عنه مرفوعا: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং:৮
খুলাফায়ে রাশিদ্বীনের সুন্নত
(৮) ইবন জুমহান নামক তাবিয়ি সাহাবি সাফীনাহ রা. থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাতের মধ্যে খিলাফত ৩০ বছর স্থায়ী হবে। এরপর রাজত্ব। ইবন জুমহান বলেন, এরপর সাফীনাহ রা. আমাকে বলেন, তুমি আবু বাকর রা.র খিলাফত, উমার রা.র খিলাফত, উসমান রা.র খিলাফত ধরো (হিসাব করো); এরপর বলেন, তুমি আলী রা.র খিলাফত ধরো (হিসাব করো)। ইবন জুমহান বলেন, আমরা হিসাব করে দেখলাম, তাদের খিলাফত কাল ৩০ বছর। (তিরমিযি । তিনি হাদীটিকে হাসান বলেছেন। ইমাম আহমাদ হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন)।
عن ابن جمهان عن سفينة رضي الله عنه مرفوعا: الخلافة في أمتي ثلاثون سنة ثم ملك بعد ذلك. قال ابن جمهان: ثم قال لي سفينة أمسك خلافة أبي بكر ثم قال وخلافة عمر وخلافة عثمان ثم قال لي أمسك خلافة
علي قال ابن جمهان: فوجدناها ثلاثين سنة
علي قال ابن جمهان: فوجدناها ثلاثين سنة

তাহকীক:
তাহকীক চলমান