ফিকহুস সুনান ওয়াল আসার

فقه السنن و الآثار (أدلة السادات الاحناف)

১- সামগ্রিক মূলনীতিসমূহ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:
কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
(৫) আব্দুল্লাহ ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জের খুতবায় বলেছেন, নিশ্চয় আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না; (তা হচ্ছে) আল্লাহর কিতাব এবং তাঁর নবীর সুন্নত । (হাদীসটি হাকিম নাইসাপুরি সঙ্কলিত করেছেন এবং সহীহ বলে উল্লেখ করেছেন) । [মুস্তাদরাক হাকিম, হাদীস-৩১৮]
মালিক মুআত্তা গ্রন্থে অনুরূপ একটি হাদীস সনদ উল্লেখ ব্যতিরেকে 'আমরা শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন...' এভাবে সঙ্কলিত করেছেন। ইমাম যারকানি অন্যান্য সূত্র থেকে এই বর্ণনার সনদ বিচার করে তাকে সহীহ বলে উল্লেখ করেছেন ।
عن عبد الله بن عباس رضي الله عنهما في خطبته صلى الله عليه وسلم في حجة الوداع قال: إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه.
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:
কুরআন ও সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা
(৬) আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন আমি তোমাদেরকে কোনো কিছু থেকে নিষেধ করব, তখন তোমরা তা বর্জন করবে । আর যখন আমি তোমাদেরকে কোনো কিছুর আদেশ প্রদান করব, তখন তোমরা আদিষ্ট কর্ম যতটুকু সাধ্য পালন করবে। (বুখারি ও মুসলিম)।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা