ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ১১
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১১) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা (সাহাবিগণের) হুবহু অনুসরণ করবে, উদ্ভাবন করবে না। কারণ তোমাদের দায়িত্ব অন্যেরা পালন করে গিয়েছেন। (দ্বীন পালনের জন্য নতুন কোনো পদ্ধতি উদ্ভাবনের কোনো প্রয়োজন তোমাদের নেই; কারণ দ্বীন শিক্ষা দেওয়া ও পালনের সকল দায়িত্ব রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবিগণ পুরোপুরি আদায় করে গিয়েছেন। তোমাদের দায়িত্ব হল হুবহু তাঁদের অনুকরণ ও অনুসরণ করা )।
عن عبد الله بن مسعود رضي الله عنه قال: إتّبعوا ولا تبتدعوا فقد كفيتم
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার টীকায় বলেন, এখানে ইবন মাসউদ সাহাবিগণের হুবহু অনুকরণ-অনুসরণের নির্দেশ দিয়েছেন। তিনি অন্যত্র বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ-অনুকরণ করতে চায় বা কারো রীতিনীতি মেনে চলতে চায়, তাহলে সে যেন মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণের রীতিনীতির হুবহু অনুকরণ অনুসরণ করে। কারণ তারা এই উম্মাতের মধ্যে সবচেয়ে নেককার ও পবিত্রতম কালবের অধিকারী, সবচেয়ে গভীর আমলকারী, ভণ্ডামি ও ভড়ং থেকে সবচেয়ে দূরে, সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম আদর্শের অধিকারী ছিলেন। মহান আল্লাহ তাদেরকে তাঁর নবী (ﷺ) এর সাহচর্যের জন্য ও তাঁর দ্বীনের প্রতিষ্ঠার জন্য মনোনীত করেছিলেন। কাজেই তোমরা তাদের মর্যাদা উপলব্ধি করবে এবং তাদের পদক্ষেপ অনুসরণ করবে। তারা সঠিক আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিলেন।
