ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ১০
সাহাবি ও সালফে সালিহীনের অনুসরণ
(১০) ইবন আমর রা. থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার উম্মাত ৭৩ ‘ফিরকা' বা ধর্মীয় উপদল বা গোষ্ঠীতে বিভক্ত হবে, তন্মধ্যে একটিমাত্র দল ব্যতীত সকলেই জাহান্নামে প্রবেশ করবে । সাহাবিগণ বলেন, হে আল্লাহর রাসূল, এই মুক্তিপ্রাপ্ত দলটি কারা? তিনি বলেন, যে কর্ম ও মতের উপর আমি ও আমার সাহাবিগণ রয়েছি (সেই কর্ম ও মতের অনুসারীগণ)।
عن ابن عمرو مرفوعا: تفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا: ومن هي يا رسول الله؟ قال: ما أنا عليه وأصحابي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১০ | মুসলিম বাংলা