মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৫১১০

পরিচ্ছেদঃ ২০. প্রথম অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন ঃ আল্লাহ্ তা'আলা বলেন : অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার ইযার। সুতরাং যে ব্যক্তি ইহার কোন একটি লইয়া আমার সহিত টানাটানি করিবে, আমি তাহাকে দোযখে ঢুকাইব। অপর এক বর্ণনায় আছে, তাহাকে আমি দোযখে নিক্ষেপ করিব। – মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১১১

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১১। হযরত সালামা ইবনুল আকওয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মানুষ এমনভাবে আত্মগর্বে লিপ্ত হইয়া পড়ে যে, অবশেষে তাহার নাম উদ্ধত-অহংকারীদের মধ্যে লিপিবদ্ধ হইয়া যায়, ফলে তাহার উপর সেই আযাবই নামিয়া আসে যাহা উহাদের উপর অবতীর্ণ হইয়া থাকে। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১১২

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১২। হযরত আমর ইবনে শোআইব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন অহংকারীদিগকে পিপীলিকার ন্যায় জড়ো করা হইবে। অবশ্য আকৃতি-অবয়ব হইবে মানুষের। অপমান তাহাদিগকে চতুর্দিক হইতে বেষ্টন করিয়া লইবে। 'বাওলাস' নামক জাহান্নামের কারাগারের দিকে তাহাদিগকে হাঁকাইয়া নেওয়া হইবে। আগুনের অগ্নিশিখা তাহাদের উপর ছাইয়া যাইবে। আর তাহাদিগকে পান করানো হইবে জাহান্নামীদের দেহ নিংড়ানো ত্বীনাতুল খাবাল' নামক কদর্য পুঁজ-রক্ত। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১১৩

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৩। হযরত আতিয়্যাহ্ ইবনে উরওয়াহ্ সাদী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ক্রোধ শয়তানের পক্ষ হইতে, আর শয়তান আগুনের তৈরী। বস্তুতঃ আগুন পানি দ্বারা নিভান হয়। সুতরাং যখন তোমাদের কেহ ক্রোধান্বিত হয় তখন সে যেন ওযূ করিয়া লয়। — আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৫১১৪

পরিচ্ছেদঃ ২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৪। হযরত আবু যার (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও রাগ আসে তখন যদি সে দাড়ান থাকে, তবে যেন বসিয়া যায়। যদি ইহাতে রাগ চলিয়া যায় ভাল। অন্যথায় যেন শুইয়া পড়ে। —আহমদ, তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান