মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১১৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২০. দ্বিতীয় অনুচ্ছেদ - রাগ ও অহংকার
৫১১৪। হযরত আবু যার (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহারও রাগ আসে তখন যদি সে দাড়ান থাকে, তবে যেন বসিয়া যায়। যদি ইহাতে রাগ চলিয়া যায় ভাল। অন্যথায় যেন শুইয়া পড়ে। —আহমদ, তিরমিযী
كتاب الآداب
وَعَنْ
أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم قَالَ: «إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ
أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم قَالَ: «إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
ক্রোধের সময় মানুষ সাধারণতঃ বেসামাল হইয়া পড়ে, তখন তাহার অবস্থা পরিবর্তন করিলে উহার ক্রোধ হ্রাস পায়। কাজেই দাঁড়ান থাকিলে বসিয়া পড়ার আর বসা থাকিলে শুইয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে।