মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৯৮৯
details icon

পরিচ্ছেদঃ ১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৮৯। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ মানুষের সাথে তাহাদের মর্যাদানুযায়ী ব্যবহার কর। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৯৯০
details icon

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯০। হযরত আব্দুর রহমান ইবনে আবু কোরাদ (রাঃ) হইতে বর্ণিত আছে, একদিন নবী করীম (ﷺ) অযূ করিলেন, তখন তাঁহার সাহাবীগণ অর পানি তাহাদের গায়ে মাখিতে লাগিলেন। তখন নবী (ﷺ) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেনঃ কিসে তোমাদিগকে ইহা করিতে উদ্বুদ্ধ করিতেছে ? তাহারা বলিলেন, আল্লাহ্ ও তাঁহার রাসূলের ভালবাসা। তখন নবী (ﷺ) বলিলেনঃ যাহার আন্তরিক বাসনা যে, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলকে ভালবাসিবে অথবা আল্লাহ্ ও তাঁহার রাসূল যেন তাহাকে ভালবাসেন— সে যখন কথা বলে যেন সত্য কথাই বলে। যখন তাহার কাছে আমানত রাখা হয় সে যেন উক্ত আমানত আদায় করে। এবং প্রতিবেশীর সাথে যেন প্রতিবেশী সুলভ উত্তম আচরণ করে। – বায়হাকী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৯৯১
details icon

পরিচ্ছেদঃ ১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, ঐ ব্যক্তি (কামেল) ঈমানদার নয়, যে উদরপূর্তি করিয়া খায় আর তাহার পার্শ্বেই তাহার প্রতিবেশী অভুক্ত রহিয়াছে। —বায়হাকী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৫০০৫
details icon

পরিচ্ছেদঃ ১৬. প্রথম অনুচ্ছেদ - আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা এবং আল্লাহ তাআলার জন্য বান্দার প্রতি ভালোবাসা
৫০০৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা যখন কোন বান্দাকে ভালবাসেন তখন জিবরাঈল (আঃ)-কে ডাকিয়া বলেন: আমি অমুক বান্দাকে ভালবাসি, সুতরাং তুমিও তাহাকে ভালবাস। অতঃপর জিবরাঈল (আঃ) তাহাকে ভালবাসিতে থাকেন। তারপর আকাশে ঘোষণা করিয়া দেন যে, আল্লাহ্ তা'আলা অমুক বান্দাকে ভালবাসেন, সুতরাং তোমরা সকলেও তাহাকে ভালবাস। তখন আকাশবাসীগণও তাহাকে ভালবাসিতে থাকে। অতঃপর সেই বান্দার জন্য যমীনেও জনপ্রিয়তা দান করা হয়। আর আল্লাহ্ তা'আলা যখন কোন বান্দাকে ঘৃণা করেন তখন তিনি জিবরাঈল (আঃ)-কে ডাকিয়া বলেনঃ আমি অমুক বান্দাকে ঘৃণা করি, তুমিও তাহাকে ঘৃণা কর। তখন জিবরাঈলও তাহাকে ঘৃণা করেন, এরপর আকাশেও ঘোষণা করিয়া দেন যে, আল্লাহ্ তা'আলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাহাকে ঘৃণা কর। তখন আকাশবাসীরাও তাহাকে ঘৃণা করিতে থাকে। অতঃপর তাহার জন্য যমীনেও জনমনে ঘৃণা সৃষ্টি করা হয়। মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান