মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৯১
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, ঐ ব্যক্তি (কামেল) ঈমানদার নয়, যে উদরপূর্তি করিয়া খায় আর তাহার পার্শ্বেই তাহার প্রতিবেশী অভুক্ত রহিয়াছে। —বায়হাকী
كتاب الآداب
وَعَنِ

ابْنِ عَبَّاسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالَّذِي يَشْبَعُ وَجَارُهُ جَائِع إِلَى جنبه» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

ক্ষুধার্ত প্রতিবেশীকে খাদ্য প্রদান না করে যে ব্যক্তি পেট পুরে খায় সে ব্যক্তি মুসলমানধারী হলেও ঈমানের হাকীকত থেকে বঞ্চিত এবং তার এ ধরনের সংকীর্ণতা এবং স্বার্থপরতা ঈমানের সম্পূর্ণ পরিপন্থী।

রাসূলুল্লাহ (ﷺ)-এর মূল্যবান ইরশাদের আলোকে মুসলমানগণ প্রতিবেশীদের সাথে কোন ধরনের আচরণ করে থাকেন তা যদি পরখ করে দেখা যায়, তাহলে আমরা আমাদের ঈমানের অবস্থা অবলোকন করতে সক্ষম হব এবং নিজেদের অবস্থান কোথায় তাও বুঝতে পারব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান