মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৮০৫

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত হাসসানের জন্য মসজিদে (নববীতে) মিম্বর স্থাপন করিতেন। তিনি উহাতে দাড়াইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে গর্বের কবিতা আবৃত্তি করিতেন অথবা বলিয়াছেন, তাঁহার পক্ষ হইতে (মুশরিকদের) প্রতিবাদমূলক কবিতা পাঠ করিতেন। এবং রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা রূহুল কুদস [অর্থাৎ, হযরত জিবরাঈল (আঃ)] দ্বারা হাসসানকে সাহায্য করেন যতক্ষণ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে প্রতিবাদ করিতে থাকেন অথবা বলিয়াছেন, গর্ব প্রকাশ করিতে থাকেন। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮০৬

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৬। হযরত আনাস (রাঃ) বলেন, আনজাশা নামে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন উট চালনার গায়ক ছিল। তাহার কণ্ঠস্বর ছিল খুব মধুর। একদা নবী (ﷺ) তাহাকে বলিলেনঃ হে আনজাশা! আরও ধীরে ধীরে। কাঁচগুলি ভাঙ্গিও না। হযরত কাতাদাহ্ (রাঃ) বলেনঃ ‘কাচ’ অর্থাৎ, নারীদের দুর্বলতা। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮০৭

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৭। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট কবিতা সম্পর্কে আলোচনা করা হইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, উহাও এক প্রকার ভাব প্রকাশ। তবে উহার ভালটি ভাল এবং মন্দটি মন্দ। —দারা কুতনী।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮০৮

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৮। তবে ইমাম শাফেয়ী তাবেয়ী উরওয়া হইতে মুরসাল হিসাবে বর্ণনা করিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮০৯

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৯। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে 'আ'রজ' নামক এক বস্তির মধ্যে সফর করিতেছিলাম। এই সময় জনৈক কবি কবিতা (গান) আবৃত্তি করিতে করিতে সামনে উপস্থিত হইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এই শয়তানটিকে পাকড়াও কর। অথবা বলিলেনঃ এই শয়তানটিকে থামাইয়া দাও। (অতঃপর বলিলেন,) কোন ব্যক্তির উদর কবিতার দ্বারা পরিপূর্ণ হওয়া অপেক্ষা পুঁজ দ্বারা ভর্তি হওয়া অনেক উত্তম। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮১০

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮১০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গান মানুষের অন্তরে এমনভাবে মুনাফেকী উৎপাদন করে যেমন পানি শস্য উৎপাদন করে। —বায়হাকী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৮১১

পরিচ্ছেদঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮১১। নাফে' বলেন, একদা কোন এক পথে আমি হযরত ইবনে উমর (রাঃ)-এর সঙ্গে ছিলাম। এই সময় তিনি বাঁশীর সুর শুনিতে পাইলেন। তখনই তিনি নিজের দুই অঙ্গুলী দুই কানের মধ্যে ঢুকাইয়া দিলেন এবং সেই রাস্তা হইতে অন্য আরেক দিকে সরিয়া গেলেন। বহুদূর যাওয়ার পর আমাকে বলিলেন, হে নাফে'। এখন কি তুমি কোন কিছু শুনিতে পাও ? আমি বলিলাম, না। এইবার তিনি উভয় কান হইতে অঙ্গুলী সরাইয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম, তখন তিনি (কোথাও হইতে) বাঁশীর আওয়াজ শুনিতে পাইলেন এবং আমি যাহা করিয়াছি তিনিও তাহা করিলেন। নাফে' বলেন, তখন আমি ছোট ছিলাম। — আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান