মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১০
৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮১০। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গান মানুষের অন্তরে এমনভাবে মুনাফেকী উৎপাদন করে যেমন পানি শস্য উৎপাদন করে। —বায়হাকী
وَعَنْ

جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْغِنَاءُ يُنْبِتُ النِّفَاقَ فِي الْقَلْبِ كَمَا يُنْبِتُ الْمَاءُ الزَّرْعَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

আল্লামা নববী বলেন, গান মানুষকে বদ্‌কার ও দুশ্চরিত্র বানায়, ইহার স্বর শোনাও মাকরূহ। অপরিচিতা নারীর কণ্ঠস্বর শোনা হারাম। বাদ্যযন্ত্রসহ গান পরিবেশন করা ও শোনা হারাম। মূলতঃ গান হইল যেনা-ব্যভিচারের মন্তর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮১০ | মুসলিম বাংলা