মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮০৯
৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮০৯। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে 'আ'রজ' নামক এক বস্তির মধ্যে সফর করিতেছিলাম। এই সময় জনৈক কবি কবিতা (গান) আবৃত্তি করিতে করিতে সামনে উপস্থিত হইল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এই শয়তানটিকে পাকড়াও কর। অথবা বলিলেনঃ এই শয়তানটিকে থামাইয়া দাও। (অতঃপর বলিলেন,) কোন ব্যক্তির উদর কবিতার দ্বারা পরিপূর্ণ হওয়া অপেক্ষা পুঁজ দ্বারা ভর্তি হওয়া অনেক উত্তম। —মুসলিম
وَعَن

أبي سعيدٍ الخدريِّ قَالَ: بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بالعرج إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لِأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

যেই কবিতা ইসলামী আকীদা-বিশ্বাসের পরিপন্থী, চরিত্র ধ্বংসকারী, কুপ্রবৃত্তি সৃষ্টি কারী, শরীআতের দৃষ্টিতে সেই কবিতা আবৃত্তি করা ও শোনা উভয়টিই নাজায়েয। মূলতঃ উহা শয়তানের চক্রান্ত ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮০৯ | মুসলিম বাংলা