মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১১
৯. তৃতীয় অনুচ্ছেদ - বক্তৃতা ও কবিতা আবৃত্তি
৪৮১১। নাফে' বলেন, একদা কোন এক পথে আমি হযরত ইবনে উমর (রাঃ)-এর সঙ্গে ছিলাম। এই সময় তিনি বাঁশীর সুর শুনিতে পাইলেন। তখনই তিনি নিজের দুই অঙ্গুলী দুই কানের মধ্যে ঢুকাইয়া দিলেন এবং সেই রাস্তা হইতে অন্য আরেক দিকে সরিয়া গেলেন। বহুদূর যাওয়ার পর আমাকে বলিলেন, হে নাফে'। এখন কি তুমি কোন কিছু শুনিতে পাও ? আমি বলিলাম, না। এইবার তিনি উভয় কান হইতে অঙ্গুলী সরাইয়া ফেলিলেন। অতঃপর বলিলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে ছিলাম, তখন তিনি (কোথাও হইতে) বাঁশীর আওয়াজ শুনিতে পাইলেন এবং আমি যাহা করিয়াছি তিনিও তাহা করিলেন। নাফে' বলেন, তখন আমি ছোট ছিলাম। — আহমদ ও আবু দাউদ
وَعَنْ

نَافِعٍ قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ فِي طَرِيقٍ فَسَمِعَ مِزْمَارًا فَوَضَعَ أُصْبُعَيْهِ فِي أُذُنَيْهِ وَنَاءَ عَنِ الطَّرِيقِ إِلَى الْجَانِبِ الْآخَرِ ثُمَّ قَالَ لِي بَعْدَ أَنْ بَعُدَ: يَا نَافِعُ هَلْ تسمعُ شَيْئا؟ قلتُ: لَا فرفعَ أصبعيهِ عَن أُذُنَيْهِ قَالَ: كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ صَوْتَ يَرَاعٍ فَصَنَعَ مِثْلَ مَا صَنَعْتُ. قَالَ نَافِعٌ: فَكُنْتُ إِذْ ذَاكَ صَغِيرًا. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

যেই বাঁশীর সুর আমাদের প্রিয় নবী (ﷺ) ঘৃণা করিয়াছেন এবং যাহাকে শয়তানের বাদ্যযন্ত্র বলিয়া আখ্যায়িত করিয়াছেন, সাহাবায়ে কেরাম হইতে শুরু করিয়া পরবর্তী সর্বযুগের ইমাম ও ফকীহগণ যাহাকে হারাম বলিয়া ফতোয়া দিয়াছেন, উহাকে চিত্ত-বিনোদনের নামে গ্রহণ করিয়া লওয়ার কোন অবকাশ নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান