মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১২
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১২। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন : যে ব্যক্তি আমার কাছে (এই অঙ্গীকার করিবে যে, সে) তাহার দুই চোয়াল -এর মধ্যস্থিত বস্তুর এবং তাহার দুই পায়ের মধ্যস্থিত বস্তুর যিম্মাদার হইবে, তবে আমি তাহার জন্য বেহেশতের যিম্মাদার হইব। —বুখারী
بَابُ حِفْظِ اللِّسَانِ وَالْغِيبَةِ وَالشَّتَمِ: الْفَصْل الأول
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أضمنْ لَهُ الجنَّةَ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

اللسان ‘লিসান' অর্থ জিহ্বা। ইহা একটি মাংসপিণ্ড। মূলতঃ ইহা হৃদয়ের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা ইহার দ্বারাই প্রকাশ পায়। ইহার ক্ষমতা প্রবল ক্ষমতাশালী নরপতি হইতেও বেশী। ইহা মানুষকে ধ্বংসের অতলে ডুবাইতে পারে, আবার সাফল্যের শীর্ষেও সমাসীন করিতে পারে। অধিকাংশ পাপ ও পুণ্যের কাজ জিহ্বা দ্বারাই সংঘটিত হয়। সুতরাং জিহ্বাকে সংযত রাখাই আবশ্যক। গীবত, কূটনামী, মিথ্যা ও পরনিন্দা, অশ্লীল কথা, গাল-মন্দ ইত্যাদি এই জিহ্বারই কাজ। তাই বলা হয় — যুদ্ধের ময়দানে প্রাণ বিলানো অপেক্ষা রসনাকে সংযত রাখা অধিক কঠিন কাজ ।

দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু দ্বারা জিহ্বা, মুখ, আর দুই পায়ের মধ্যস্থিত বস্তু দ্বারা লজ্জাস্থান বুঝানো হইয়াছে। বস্তুতঃ এই দুই অঙ্গ দ্বারা অধিকাংশ কবীরা গুনাহ্ সংঘটিত হয়। আর যে ব্যক্তি কবীরা গুনাহে লিপ্ত হয় না তাহার জন্য জান্নাতে প্রবেশে কোন বাধা থাকিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৮১২ | মুসলিম বাংলা