মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮১৩
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: বান্দা (কখনও কখনও) এমন কথা বলে যাহাতে আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি রহিয়াছে, অথচ সে উহার গুরুত্ব জানে না, কিন্তু আল্লাহ্ তা'আলা ইহার দ্বারা তাহার মর্যাদা বৃদ্ধি করিয়া দেন। পক্ষান্তরে বান্দা (কোন কোন সময়) এমন কথাও বলে যাহাতে আল্লাহ্ তা'আলার অসন্তুষ্টি রহিয়াছে, অথচ সে উহার অনিষ্টতা জানে না, কিন্তু সেই কথাই তাহাকে জাহান্নামে নিক্ষেপ করে। —বুখারী।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لِيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ» . رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةٍ لَهُمَا: «يَهْوِي بِهَا فِي النَّارِ أَبْعَدَ مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, কথাটি খুবই নগণ্য ও সাধারণ ধারণা করিয়া বলিয়া ফেলে, কিন্তু উহার ফলাফল ও পরিণাম সম্পর্কে সে অজ্ঞ, অথচ যদি উহা হক্ হয় তবে সে বিরাট পুরস্কারের অধিকারী হয়। আর যদি উহা নাহক্ হয় তবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। ফলকথা, কথাবার্তা বলিতে সাবধানতা অবলম্বন করা উচিত।
