মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৮১৪
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন মুসলমানকে গাল-মন্দ করা ফাসেকী, আর হত্যা করা কুফরী।—মোত্তাঃ
كتاب الآداب
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
আল্লামা আইনী বলেন—এখানে 'কুফরী' অর্থ প্রকৃত কুফরী নহে যে, সে ইসলাম ও মুসলিম হইতে খারিজ হইয়া যাইবে। বরং এখানে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বলা হইয়াছে। ইহাতে আহলে সুন্নাত ওয়াল জামাআ'তের 'এজমা' যে, হত্যাকারী কাফের হইবে না। বরং সে কাফেরদের মত কাজ করিয়া বিরাট পাপ করিল।