মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮১৫
১০. প্রথম অনুচ্ছেদ - জিহ্বার হিফাযাত, গীবত এবং গালমন্দ প্রসঙ্গে
৪৮১৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার কোন (মুসলমান) ভাইকে কাফের, বলিবে তবে উহা তাহাদের যে কোন একজনের দিকে প্রত্যাবর্তন করিবে। —মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ قَالَ لِأَخِيهِ كَافِرُ فَقَدْ بَاءَ بِهَا أَحدهمَا» . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

অকাট্য দলীল-প্রমাণ ব্যতীত অনুমান বা ধারণার বশীভূত হইয়া কোন মুসলমানকে কাফের বলা মহাপাপ। যদি সেই ব্যক্তি প্রকৃতপক্ষে কাফের না হয়, তখন উহা অপবাদ নিক্ষেপ কারীর দিকে প্রত্যাবর্তন করিবে। অর্থাৎ, সে কবীরা গুনাহে লিপ্ত হইল। যাহারা তথাকথিত মুফতী সাজিয়া কথায় কথায় অন্য মুসলমানকে কাফের বলেন এবং নিজের আমল ও ঈমানের প্রতি লক্ষ্য রাখেন না, তাহাদিগকে অত্র হাদীস হইতে শিক্ষা গ্রহণ করা উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান