মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫৯৮
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৮। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু শিখিল, সে যেন জাদুর কিছু অংশ হাসিল করিল। সুতরাং সে যত বেশী জ্যোতির্বিদ্যা শিখিল ততবেশী জাদুবিদ্যাই অর্জন করিল। —আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الطب والرقى
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫৯৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন জ্যোতিষের কাছে যায় এবং সে যাহাকিছু বলে তাহা বিশ্বাস করে অথবা যে ব্যক্তি ঋতুমতী অবস্থায় নিজের স্ত্রীর সহিত সঙ্গম করে কিংবা যে ব্যক্তি স্ত্রীর পিছন দ্বার দিয়া সহবাস করে, সে ঐ জিনিস হইতে সম্পর্কহীন হইয়া গেল, যাহা মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ করা হইয়াছে। —আহমদ ও আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ أَوْ أَتَى امْرَأَتَهُ حَائِضًا أَو أَتَى امْرَأَته من دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد