মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ৪৬০৪
details icon

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৬০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নক্ষত্র বিদ্যা বিষয়ে আল্লাহর বালানো (তিন) উদ্দেশ্য ব্যতীত (যাহা পূর্বে কাতাদার হাদীসে বর্ণিত হইয়াছে) কিছুও শিক্ষা গ্রহণ করিয়াছে, সে বস্তুত জাদুবিদ্যার এক অংশ হাসিল করিয়াছে। আর জ্যেতিষী হইল প্রকৃতপক্ষে গণক, আর গণক হইল জাদুকর। আর জাদুকর হইল কাফের। —রাযীন

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ৪৬০৫
details icon

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৬০৫। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দাহদের হইতে পাঁচ বৎসর বৃষ্টি বন্ধ করিয়া রাখেন এবং তারপর উহা বর্ষণ করেন, তবুও মানুষের একদল এই বলিয়া আল্লাহকে অস্বীকার করিবে যে, মেজদাহ নক্ষত্র কক্ষস্থানে পৌঁছার কারণে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হইয়াছে। —নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান