মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৬০৫
২. তৃতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৬০৫। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি আল্লাহ্ তা'আলা তাঁহার বান্দাহদের হইতে পাঁচ বৎসর বৃষ্টি বন্ধ করিয়া রাখেন এবং তারপর উহা বর্ষণ করেন, তবুও মানুষের একদল এই বলিয়া আল্লাহকে অস্বীকার করিবে যে, মেজদাহ নক্ষত্র কক্ষস্থানে পৌঁছার কারণে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হইয়াছে। —নাসায়ী
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَمْسَكَ اللَّهُ الْقَطْرَ عَنْ عِبَادِهِ خَمْسَ سِنِينَ ثُمَّ أَرْسَلَهُ لَأَصْبَحَتْ طَائِفَةٌ مِنَ النَّاسِ كَافِرِينَ يَقُولُونَ: سُقِينَا بِنَوْءِ الْمِجْدَحِ . رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, বিগত পাঁচ বৎসর মেজদাহ্ নক্ষত্র উদিত হয় নাই, ফলে বৃষ্টিও হয় নাই । ইহাতে এই কথাই প্রমাণিত হয় যে, বৃষ্টি হওয়া না হওয়া আল্লাহর মর্জির অধীনে নহে; বরং তারকারই প্রভাবে হইয়া থাকে, ইহা স্পষ্ট কুফরী আকীদা।
