মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৬০৪
২. তৃতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৬০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নক্ষত্র বিদ্যা বিষয়ে আল্লাহর বালানো (তিন) উদ্দেশ্য ব্যতীত (যাহা পূর্বে কাতাদার হাদীসে বর্ণিত হইয়াছে) কিছুও শিক্ষা গ্রহণ করিয়াছে, সে বস্তুত জাদুবিদ্যার এক অংশ হাসিল করিয়াছে। আর জ্যেতিষী হইল প্রকৃতপক্ষে গণক, আর গণক হইল জাদুকর। আর জাদুকর হইল কাফের। —রাযীন
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَبَسَ بَابًا مِنْ عِلْمِ النُّجُومِ لِغَيْرِ مَا ذَكَرَ اللَّهُ فَقَدِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ الْمُنَجِّمُ كَاهِنٌ والكاهنُ ساحرٌ والساحرُ كافرٌ» . رَوَاهُ رزين
