মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯৯
- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন জ্যোতিষের কাছে যায় এবং সে যাহাকিছু বলে তাহা বিশ্বাস করে অথবা যে ব্যক্তি ঋতুমতী অবস্থায় নিজের স্ত্রীর সহিত সঙ্গম করে কিংবা যে ব্যক্তি স্ত্রীর পিছন দ্বার দিয়া সহবাস করে, সে ঐ জিনিস হইতে সম্পর্কহীন হইয়া গেল, যাহা মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ করা হইয়াছে। —আহমদ ও আবু দাউদ
كتاب الطب والرقى
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ أَوْ أَتَى امْرَأَتَهُ حَائِضًا أَو أَتَى امْرَأَته من دُبُرِهَا فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যেই ব্যক্তি এই সমস্ত কাজে হালাল মনে করিয়া লিপ্ত হয়, সে কুফরী করিল। তাহাকে অবশ্যই তওবা করিয়া ঈমান আনিতে হইবে।