মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯৮
২. দ্বিতীয় অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৮। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি জ্যোতিষ বিদ্যার কিছু শিখিল, সে যেন জাদুর কিছু অংশ হাসিল করিল। সুতরাং সে যত বেশী জ্যোতির্বিদ্যা শিখিল ততবেশী জাদুবিদ্যাই অর্জন করিল। —আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
الْفَصْل الثَّانِي
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَه
