মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৫০১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হযরত জিবরায়ীল (আঃ) আমার কাছে আসিয়া বলিলেন, আমি গত রাত্রে আপনার কাছে আসিয়াছিলাম, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করিতে আমাকে যেই জিনিসে বিরত রাখিয়াছিল তাহা হইল গৃহদ্বারের ছবিগুলি। এবং ঘরের দরজায় একখানা পর্দা ঝুলানো ছিল, উহাতে ছিল অনেকগুলি প্রাণীর ছবি। আর ঘরের অভ্যন্তরে ছিল একটি কুকুর। (বস্তুত যেই ঘরে এই সমস্ত জিনিস থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না।) সুতরাং ঐসমস্ত প্রতিকৃতিগুলির মাথা কাটিয়া ফেলার নির্দেশ দিন, যাহা ঘরের দরজায় রহিয়াছে, উহা কাটা হইলে তখন উহা গাছ-গাছড়ার আকৃতি হইয়া যাইবে এবং পর্দাটি সম্পর্কে নির্দেশ দিন, উহাকে কাটিয়া দুইটি গদি তৈয়ার করিয়া লইবে, যাহা বিছানা এবং পায়ের নীচে থাকিবে। আর কুকুরটি সম্পর্কে নির্দেশ দিন, যেন উহাকে ঘর হইতে অবশ্যই বাহির করিয়া দেওয়া হয়। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাই করিলেন। —তিরমিযী ও আবু দাউদ
كتاب اللباس
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ قَالَ: أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي عَلَى بَابِ الْبَيْتِ فَيُقْطَعْ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآنِ وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ . فَفَعَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন জাহান্নাম হইতে এমন একটি ঘাড় বাহির হইবে যাহার থাকিবে দুইটি চক্ষু যাহারা দেখিবে এবং থাকিবে দুইটি কান যাহারা শুনিবে এবং কথা বলার জন্য থাকিবে রসনা। বলিবে, আমাকে তিন শ্রেণীর লোকের দায়িত্ব দেওয়া হইয়াছে (যাহাদিগকে জাহান্নামে টানিয়া আনিব)। (এক) প্রত্যেক উদ্ধত যালিম, (দুই) ঐ সকল লোক যাহারা আল্লাহর সহিত অন্যকে মা'বুদ হিসাবে ডাকে এবং (তিন) ছবি অংকনকারীদের জন্য। — তিরমিযী
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَخْرُجُ عُنُقٌ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ لَهَا عَيْنَانِ تُبْصِرَانِ وَأُذُنَانِ تَسْمَعَانِ وَلِسَانٌ يَنْطِقُ يَقُولُ: إِنِّي وُكِّلْتُ بِثَلَاثَةٍ: بِكُلِّ جَبَّارٍ عَنِيدٍ وَكُلِّ مَنْ دَعَا مَعَ اللَّهِ إِلَهًا آخر وبالمصوِّرين . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৪৫০৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা মদ্যপান করা, জুয়া খেলা এবং ঢোল বাজানো হারাম করিয়াছেন এবং বলিয়াছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। কেহ কেহ বলিয়াছেন, কূবা অর্থ তবলা। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ وَقَالَ: كُلُّ مُسْكِرٍ حَرَامٌ . قِيلَ: الْكُوبَةُ الطَّبْلُ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان
হাদীস নং: ৪৫০৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ), মদ, জুয়া, কুবা ও গোবাইরা হইতে নিষেধ করিয়াছেন। গোবাইরা এক প্রকারের শরাব যাহা (আফ্রিকার) হাবশীরা বাজরা হইতে প্রস্তুত করিত। উহা তাহাদের ভাষায় সুকুরকাহ্। —আবু দাউদ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ والغبيراء. الغبيراء: شَرَابٌ يَعْمَلُهُ الْحَبَشَةُ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ: السكركة. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীস নং: ৪৫০৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৫। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নারদ খেলিল, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলের নাফরমানী করিল। – আহমদ ও আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد
হাদীস নং: ৪৫০৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে দেখিলেন, সে কবুতরের পিছনে দৌড়াইতেছে (অর্থাৎ, কবুতর লইয়া খেলা করিতেছে)। তখন তিনি বলিলেনঃ এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটিতেছে। —আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَتْبَعُ حَمَامَةً فَقَالَ: «شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالْبِيهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ