মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ৪৫০১

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হযরত জিবরায়ীল (আঃ) আমার কাছে আসিয়া বলিলেন, আমি গত রাত্রে আপনার কাছে আসিয়াছিলাম, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করিতে আমাকে যেই জিনিসে বিরত রাখিয়াছিল তাহা হইল গৃহদ্বারের ছবিগুলি। এবং ঘরের দরজায় একখানা পর্দা ঝুলানো ছিল, উহাতে ছিল অনেকগুলি প্রাণীর ছবি। আর ঘরের অভ্যন্তরে ছিল একটি কুকুর। (বস্তুত যেই ঘরে এই সমস্ত জিনিস থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না।) সুতরাং ঐসমস্ত প্রতিকৃতিগুলির মাথা কাটিয়া ফেলার নির্দেশ দিন, যাহা ঘরের দরজায় রহিয়াছে, উহা কাটা হইলে তখন উহা গাছ-গাছড়ার আকৃতি হইয়া যাইবে এবং পর্দাটি সম্পর্কে নির্দেশ দিন, উহাকে কাটিয়া দুইটি গদি তৈয়ার করিয়া লইবে, যাহা বিছানা এবং পায়ের নীচে থাকিবে। আর কুকুরটি সম্পর্কে নির্দেশ দিন, যেন উহাকে ঘর হইতে অবশ্যই বাহির করিয়া দেওয়া হয়। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাই করিলেন। —তিরমিযী ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০২

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন জাহান্নাম হইতে এমন একটি ঘাড় বাহির হইবে যাহার থাকিবে দুইটি চক্ষু যাহারা দেখিবে এবং থাকিবে দুইটি কান যাহারা শুনিবে এবং কথা বলার জন্য থাকিবে রসনা। বলিবে, আমাকে তিন শ্রেণীর লোকের দায়িত্ব দেওয়া হইয়াছে (যাহাদিগকে জাহান্নামে টানিয়া আনিব)। (এক) প্রত্যেক উদ্ধত যালিম, (দুই) ঐ সকল লোক যাহারা আল্লাহর সহিত অন্যকে মা'বুদ হিসাবে ডাকে এবং (তিন) ছবি অংকনকারীদের জন্য। — তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০৩

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা মদ্যপান করা, জুয়া খেলা এবং ঢোল বাজানো হারাম করিয়াছেন এবং বলিয়াছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। কেহ কেহ বলিয়াছেন, কূবা অর্থ তবলা। —বায়হাকী শোআবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০৪

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ), মদ, জুয়া, কুবা ও গোবাইরা হইতে নিষেধ করিয়াছেন। গোবাইরা এক প্রকারের শরাব যাহা (আফ্রিকার) হাবশীরা বাজরা হইতে প্রস্তুত করিত। উহা তাহাদের ভাষায় সুকুরকাহ্। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০৫

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৫। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি নারদ খেলিল, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলের নাফরমানী করিল। – আহমদ ও আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ৪৫০৬

পরিচ্ছেদঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে দেখিলেন, সে কবুতরের পিছনে দৌড়াইতেছে (অর্থাৎ, কবুতর লইয়া খেলা করিতেছে)। তখন তিনি বলিলেনঃ এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটিতেছে। —আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান