মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০৩
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিশ্চয় আল্লাহ্ তা'আলা মদ্যপান করা, জুয়া খেলা এবং ঢোল বাজানো হারাম করিয়াছেন এবং বলিয়াছেন, প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু হারাম। কেহ কেহ বলিয়াছেন, কূবা অর্থ তবলা। —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ تَعَالَى حَرَّمَ الْخَمْرَ وَالْمَيْسِرَ وَالْكُوبَةَ وَقَالَ: كُلُّ مُسْكِرٍ حَرَامٌ . قِيلَ: الْكُوبَةُ الطَّبْلُ. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

মদ ও জুয়া হারাম করিয়াছেন আল্লাহ্ এবং ঢোল বাজানো হারাম করিয়াছেন তাঁহার রাসূল (ﷺ)। আমোদ-প্রমোদ ও ইবাদতের নামে ঢোল বা কোন প্রকার বাদ্যযন্ত্র বাজানো সমস্ত ইমামের মতে হারাম। অবশ্য জেহাদ অভিযানে সৈনিকদের মধ্যে (উত্তেজনা) জোশ বৃদ্ধির জন্য বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহার করা জায়েয আছে। (আততা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫০৩ | মুসলিম বাংলা