মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০৪
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ), মদ, জুয়া, কুবা ও গোবাইরা হইতে নিষেধ করিয়াছেন। গোবাইরা এক প্রকারের শরাব যাহা (আফ্রিকার) হাবশীরা বাজরা হইতে প্রস্তুত করিত। উহা তাহাদের ভাষায় সুকুরকাহ্। —আবু দাউদ
وَعَنِ ابْنِ عُمَرَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ والغبيراء. الغبيراء: شَرَابٌ يَعْمَلُهُ الْحَبَشَةُ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ: السكركة. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

গোবাইরার যে ব্যাখ্যাটি হাদীসে বর্ণিত হইয়াছে, সম্ভবত ইহা হযরত ইবনে ওমরের অভিমত। অথবা তাঁহার পরে অন্য কোন রাবীর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫০৪ | মুসলিম বাংলা