মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৫০৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে দেখিলেন, সে কবুতরের পিছনে দৌড়াইতেছে (অর্থাৎ, কবুতর লইয়া খেলা করিতেছে)। তখন তিনি বলিলেনঃ এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটিতেছে। —আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
كتاب اللباس
وَعَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَتْبَعُ حَمَامَةً فَقَالَ: «شَيْطَانٌ يَتْبَعُ شَيْطَانَةً» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالْبِيهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
ইমাম নববী বলেন, কবুতরের বাচ্চা, ডিম ইত্যাদির জন্য উহা পালা-পোষা জায়েয আছে। তবে শুধু শুধু উহাকে লইয়া খেল-তামাশা করা নাজায়েয।