মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০৭
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৭। সায়ীদ ইবনে আবুল হাসান (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এমন সময় তাঁহার নিকট এক ব্যক্তি আসিয়া বলিল, হে ইবনে আব্বাস! আমি এমন ব্যক্তি, হস্তশিল্পই হইল আমার পেশা। আমি এই সকল ছবি তৈয়ার করিয়া থাকি। তখন হযরত ইবনে আব্বাস বলিলেন, আমি তোমাকে তাহাই বর্ণনা করিব, যাহা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে শুনিয়াছি। তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি ছবি তৈয়ার করিবে, আল্লাহ্ তা'আলা নিশ্চয় তাহাকে শাস্তি দিবেন – যে পর্যন্ত না সে উহার মধ্যে প্রাণ ফুঁকিবে, অথচ সে কস্মিনকালেও উহাতে প্রাণ দিতে পারিবে না। এই কথা শুনিয়া লোকটি দীর্ঘ শ্বাস ফেলিয়া ভীষণভাবে হতাশ হইয়া পড়িল এবং তাহার মুখমণ্ডল ফ্যাকাসে হইয়া উঠিল। (তাহার অবস্থা দেখিয়া) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিলেন, আফসোস তোমার প্রতি! যদি তুমি এই পেশা ছাড়া অন্য কিছু করিতে না চাও, তাহা হইলে এই সকল গাছ-গাছড়া এবং এমন সব জিনিসের ছবি নির্মাণ কর যাহার মধ্যে প্রাণ নাই। —বুখারী
كتاب اللباس
الْفَصْل الثَّالِث
عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا ابْنَ عَبَّاسٍ إِنِّي رَجُلٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهِ الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا» . فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ فَقَالَ: وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ وَكُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ روح. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান