মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০৮
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৮। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন নবী (ﷺ) (ওফাতের প্রাক্কালে) অসুস্থ হইয়া পড়িলেন, তখন তাঁহার বিবিদের কেহ (আবিসিনিয়ার) মারিয়া গির্জার কথা উল্লেখ করিলেন। (ইসলামের প্রাথমিক যুগে) হযরত উম্মে সালামা ও উম্মে হাবীবা (রাঃ) হিজরত করিয়া হাবশা দেশে গিয়াছিলেন, তাহারা ঐ গির্জার সৌন্দর্য এবং উহাতে যে সকল ছবি ছিল উহার বর্ণনা করিলেন। (এই কথা শুনিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) মাথা উঠাইয়া বলিলেনঃ তাহারা এমন এক সম্প্রদায়, যখন তাহাদের মধ্যে নেক বান্দাহ্ মারা যাইত, তখন তাহারা ঐ ব্যক্তির কবরের উপরে মসজিদ বানাইয়া লইত। অতঃপর তথায় তাহারা এই সকল ছবি বানাইত, বস্তুত তাহারা আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট। — মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ بَعْضُ نِسَائِهِ كَنِيسَةً يُقَالُ لَهَا: مَارِيَّةُ وَكَانَتْ أُمُّ سَلمَة وَأم حَبِيبَة أتتا أرضَ الْحَبَشَة فَذَكرنَا مِنْ حُسْنِهَا وَتَصَاوِيرَ فِيهَا فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ: «أُولَئِكَ إِذَا مَاتَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا ثُمَّ صَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّور أُولَئِكَ شرار خلق الله»
tahqiqতাহকীক:তাহকীক চলমান