মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪২৬০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৬০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই গৃহে (মেহমানের জন্য) মেহমানদারী করা হয়, উটের চোটের গোশ্ত কাটিবার উদ্দেশ্যে ছুরি যত দ্রুত অগ্রসর হয়, সেই গৃহে বরকত উহার চাইতেও দ্রুত প্রবেশ করে। —ইবনে মাজাহ্
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخَيْرُ أَسْرَعُ إِلَى الْبَيْتِ الَّذِي يُؤْكَلُ فِيهِ مِنَ الشَّفْرَةِ إِلَى سنامِ الْبَعِير» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীস নং: ৪২৬৩
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করিতে তিনবার নিঃশ্বাস নিতেন। (অর্থাৎ, একবারে এক ঢোকে সবটুকু পান করিতেন না।) — মোত্তাঃ, অবশ্য মুসলিমের রেওয়ায়তের মধ্যে বর্ধিত আছে, এবং তিনি বলেন, এইভাবে পান করা তৃপ্তিদায়ক, স্বাস্থ্যের জন্য নিরাপদ ও লঘুপাক।
كتاب الأطعمة
بَابُ الْأَشْرِبَةِ: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا. مُتَّفق عَلَيْهِ. وزادَ مسلمُ فِي روايةٍ ويقولُ: «إِنَّه أرْوَى وأبرَأُ وأمرأ»
হাদীস নং: ৪২৬৪
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ হইতে (মুখ লাগাইয়া) পান করিতে নিষেধ করিয়াছেন। — মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن الشّرْب من قي السقاء
হাদীস নং: ৪২৬৫
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৫। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক হইতে এখতেনাছ করিতে নিষেধ করিয়াছেন। অপর এক রেওয়ায়তের মধ্যে বর্ধিত আছে, এখতেনাছ হইল মশককে উল্টাইয়া ধরিয়া উহার মুখ হইতে পানি পান করা। মোত্তাঃ
كتاب الأطعمة
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اخْتِنَاثِ الْأَسْقِيَةِ. زَادَ فِي رِوَايَةٍ: وَاخْتِنَاثُهَا: أَنْ يُقْلَبَ رَأْسُهَا ثُمَّ يُشْرَبَ مِنْهُ
হাদীস নং: ৪২৬৬
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৬। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহাকেও দাড়াইয়া পান করিতে নিষেধ করিয়াছেন। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى أَنْ يَشْرَبَ الرَّجُلُ قَائِمًا. رَوَاهُ مُسْلِمٌ
হাদীস নং: ৪২৬৭
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৭। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহই যেন দাড়াইয়া পান না করে। সুতরাং যদি কেহ ভুলবশত এইরূপ করে, সে যেন বমি করিয়া ফেলে। মুসলিম
كتاب الأطعمة
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَشْرَبَنَّ أَحَدٌ مِنْكُمْ قَائِمًا فَمَنْ نَسِيَ مِنْكُمْ فَلْيَسْتَقِئْ» . رَوَاهُ مُسلم