মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪২৬৩
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৩। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করিতে তিনবার নিঃশ্বাস নিতেন। (অর্থাৎ, একবারে এক ঢোকে সবটুকু পান করিতেন না।) — মোত্তাঃ, অবশ্য মুসলিমের রেওয়ায়তের মধ্যে বর্ধিত আছে, এবং তিনি বলেন, এইভাবে পান করা তৃপ্তিদায়ক, স্বাস্থ্যের জন্য নিরাপদ ও লঘুপাক।
كتاب الأطعمة
بَابُ الْأَشْرِبَةِ: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَنَفَّسُ فِي الشَّرَابِ ثَلَاثًا. مُتَّفق عَلَيْهِ. وزادَ مسلمُ فِي روايةٍ ويقولُ: «إِنَّه أرْوَى وأبرَأُ وأمرأ»
হাদীসের ব্যাখ্যা:
প্রত্যেক পানীয় বস্তুকে শরাব বলা হয়। চাই উহা হালাল হউক কিংবা হারাম হউক। তবে এখানে শুধু হালাল বস্ত্র পান করার পদ্ধতি এবং কি ধরনের পাত্রে পান করা শরীঅতসম্মত, সেই সম্পর্কে বর্ণনা করা হইবে। হারাম পানীয় সম্পর্কে পূর্বেই মদের অধ্যায়ে বর্ণনা করা হইয়াছে।