মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৬৪
৩. প্রথম অনুচ্ছেদ - পানীয় দ্রব্যের বর্ণনা
৪২৬৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ হইতে (মুখ লাগাইয়া) পান করিতে নিষেধ করিয়াছেন। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن الشّرْب من قي السقاء

হাদীসের ব্যাখ্যা:

এই নিষেধাজ্ঞা উপদেশমূলক। কেননা, না দেখা অবস্থায় অবাঞ্ছিত বস্তু মিশ্রিত থাকার আশংকা রহিয়াছে। আবার কোন সময় অসতর্কতাবশত হঠাৎ গলায় আট্‌কা পড়িয়া প্রাণনাশের কারণ হইতে পারে। অন্তত নাকে মুখে ও জামা কাপড়ে পড়িয়া অসুবিধা সৃষ্টি করিতে পারে। বস্তুত ইহা শিষ্টাচারিতার পরিপন্থী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪২৬৪ | মুসলিম বাংলা