মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪২৬০
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - অতিথি আপ্যায়ন প্রসঙ্গে
৪২৬০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই গৃহে (মেহমানের জন্য) মেহমানদারী করা হয়, উটের চোটের গোশ্ত কাটিবার উদ্দেশ্যে ছুরি যত দ্রুত অগ্রসর হয়, সেই গৃহে বরকত উহার চাইতেও দ্রুত প্রবেশ করে। —ইবনে মাজাহ্
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْخَيْرُ أَسْرَعُ إِلَى الْبَيْتِ الَّذِي يُؤْكَلُ فِيهِ مِنَ الشَّفْرَةِ إِلَى سنامِ الْبَعِير» . رَوَاهُ ابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

চোটের গোশত তুলনামূলক সুস্বাদু। তাই সর্বাগ্রে উহা কাটিবার আগ্রহ থাকে। মোটকথা, মেহমানদারী করিলে আল্লাহর তরফ হইতে সেই গৃহে খায়ের ও বরকত নাযিল হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান