মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৯৭৫
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৫। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, আমরা মদীনার সর্বাপেক্ষা অধিক জমিওয়ালা ছিলাম। আমাদের মধ্যে কেহ তাহার যমীন এইভাবে বর্গা দিত, বলিত, যমীনের এই টুকরা আমার আর এই টুকরা তোমার। অথচ কখনও কখনও এই টুকরায় ফসল উৎপন্ন হইত আর ঐ টুকরায় হইত না। অতঃপর নবী করীম (ﷺ) তাহাদেরকে ইহা নিষেধ করিলেন। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৭৬
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৬। তাবেয়ী আমর ইবনে দীনার বলেন, আমি তাবেয়ী তাউসকে বলিলাম, আপনি যদি বর্গা দেওয়া ছাড়িয়া দিতেন। কেননা, ওলামারা মনে করেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করিয়াছেন। তিনি বলিলেন, আমর! আমি কৃষকদের দান করি এবং সাহায্যও করি। আমাদের ওলামাদের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি অর্থাৎ, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা নিষেধ করেন নাই। অবশ্য তিনি এ কথা বলিয়াছেন, তোমাদের কাহারও পক্ষে আপন ভাইকে বিনা বিনিময়ে ধাররূপে জমি দেওয়া উহার উপর নির্দিষ্ট কর গ্রহণ করা অপেক্ষা উত্তম। -মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৭৭
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৭। হযরত জাবের (রাঃ) বলেন, ছাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যাহার কোন জমি আছে সে যেন উহাতে চাষ করে অথবা তাহার ভাইকে মোফতে দেয়। যদি সে তাহা না করে, তবে সে তাহার জমি ধরিয়া রাখুক। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৭৮
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৮। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একটি লাঙ্গল ও কিছু চাষের যন্ত্রপাতি দেখিয়া বলিলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে জাতির ঘরেই এইগুলি প্রবেশ করিবে, সে জাতিতেই আল্লাহ্ লাঞ্ছনা প্রবিষ্ট করিবেন। — বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৮১
details icon

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - ভাড়ায় প্রদান ও শ্রম বিক্রি
২৯৮১। সাহাবী হযরত আব্দুল্লাহ্ ইবনে মুগাফফাল (রাঃ) বলেন, (সাহাবী) সাবেত ইবনে যাহ্হাক মনে করেন যে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গা নিষেধ করিয়াছেন এবং ইজারার আদেশ দিয়াছেন। সাবেত বলেন, ইজারাতে কোন আপত্তি নাই। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান