মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৯৭৯

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৯। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন লোকের অনুমতি ব্যতীত তাহার জমিতে কৃষি করিয়াছে, তাহার জন্য কৃষির কোনও অংশ নাই। সে তাহার খরচ পাইবে মাত্র। – তিরমিযী ও আবু দাউদ। তিরমিযী বলেন, হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান