মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯৭৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৩. প্রথম অনুচ্ছেদ - বাগান ও জমিনের বর্গা (পরস্পর সেচকার্য করা ও ভাগে কৃষিকাজ, বর্গাচাষ করা)
২৯৭৮। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি একটি লাঙ্গল ও কিছু চাষের যন্ত্রপাতি দেখিয়া বলিলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে জাতির ঘরেই এইগুলি প্রবেশ করিবে, সে জাতিতেই আল্লাহ্ লাঞ্ছনা প্রবিষ্ট করিবেন। — বোখারী
كتاب البيوع
وَعَنْ أَبِي أُمَامَةَ وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الْحَرْثِ فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَدْخُلُ هَذَا بَيْتَ قوم إِلَّا أدخلهُ الذل» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

চাষ যদিও ফরযে কেফায়া, কেহ না করিলে সকলেই গোনাগার হইবে, তথাপি মুসলমানেরা জেহাদ ছাড়িয়া চাষের কাজে লাগিয়া থাক হুযূর ইহা কখনও পছন্দ করিতেন না। তাই ইহা বলিলেন। বাস্তবেও মুসলমানেরা যখন হইতে জেহাদের মনোভাব ত্যাগ করিয়াছে, তখন হইতে দুনিয়াতে তাহারা লাঞ্ছিত হইতে চলিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান